January 13, 2025, 3:50 pm

সংবাদ শিরোনাম

সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে সারাদিন হোমিও ঔষধ ফার্মেসী বন্ধ।

পার্বতীপুর,প্রতিনিধি
(২৭আগষ্ট) রবিবার সারাদেশের ন্যয় সৈয়দপুর হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য অধিদফত পরিচালিত (হোমিও ও দেশজ চিকিৎসা) কর্তৃক নিবন্ধিত হোমিও চিকিৎসকদের হয়রানীর প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে ধর্মঘট পালিত হয়েছে। সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে শহরের সকল হোমিও চিকিৎসকরা তাদের চেম্বার ও ফার্মেসী বন্ধ রেখে প্রেসক্লাবের সামনে মৌন প্রতিবাদ জানান।
উপস্থিত ছিলেন , সৈয়দপুর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.রিপ আলম , সাধারণ সম্পাদক ডা . কাইয়ুম খান ডলফিন , প্রবীণ চিকিৎসক ডা.আব্দুল্লাহ , ডা.এরশাদ , সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা . বিলকিস বেগম , ডা . ইফফাত সাবা , ডা . নাইয়ার সুলতানা , ডা . সারফারাজ , ডা . জাবেদ ইকবাল , ডা . আব্দুল কাদের , ডা . আলী হাসান , মেরিনা হিমু , তৈমুর আলী আলতাফসহ অর্ধ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক ।
সৈয়দপুর উপজেলায় প্রায় ৩ শতাধিক হোমিও চেম্বার ও ফার্মেসির রয়েছে ,
আজ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের ক্লাস বন্ধ রাখা হয়েছে।
সভাচলাকালিন সময়ে বোর্ডের চেয়ারম্যান ডা, দিলীপ কুমার রায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা . আশিষ শংকর,
১৯৮৩ সালের বাংলাদেশ হোমিও প্রাকটিশনার অর্ডিন্যান্স এর ৩৩ ধারা অনুযায়ী হোমিও ডিগ্রীধারী রেজিষ্টার্ড চিকিৎসকগণ নামের আগে ডা . পদবী লিখার অধিকার রাখেন । কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা নামের পূর্বে ডা . লিখতে পারবে না মর্মে সারাদেশে হোমিও চিকিৎসকদের উপর নিষেধাজ্ঞা , হামলা মামলাসহ নানা রকম হয়রানী করা হচ্ছে । এরই প্রতিবাদে হোমিও ডাক্তাররা সোচ্চার হয়ে ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর