January 13, 2025, 1:58 pm

সংবাদ শিরোনাম

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

মোঃ সবুজ আল আমিন,কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার মালেক চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুলের মাঠে রবিবার ৩ ঘটিকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সরকার মোশারফ হোসেন জয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ২১ আগস্টে নারকীয় গ্রেনেড হামলায় শুধু শেখ হাসিনাকে হত্যা চেষ্টা নয়, হত্যা করতে চেয়েছিলো পুরো দেশ, জাতি, স্বাধীনতা ও আদর্শকে, ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল স্বাধীন বাংলাদেশকে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। শেখ মুজিবকে হত্যা করতে পেরেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি, জীবিত শেখ মুজিব থেকে মৃত শেখ মুজিব অনেক শক্তিশালী।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, এছাড়া আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর