সংবাদ সারাদেশঃ-
মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন চা-শ্রমিকরা। তাদের ন্যূনতম নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, যা আগে ছিল ১২০ টাকা।
শনিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০০ টাকা মজুরির দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চা শ্রমিকরা। এ সময় সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে সমাধান হয়নি। তখন অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শ্রমিকরা।