January 19, 2025, 1:07 am

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

কালকিনিতে পুকুরে মিলল নিখোঁজ তরুণের লাশ

কায়কোবাদ শামীম  মাদারীপুর থেকে 

মাদারীপুর কালকিনিতে পুকুরে ভাসমান অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার চরদৌলতখান ইউনিয়নের উত্তরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ওই তরুণের নাম খায়রুল ইসলাম (২৬)। তিনি উত্তরকান্দি এলাকার লোকমান কবিরাজের ছেলে এবং পেশায় একজন স্যানেটারি মিস্ত্রি। গত ১২ আগস্ট থেকে নিখোঁজ ছিল খায়রুল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুলের সঙ্গে পাশ্ববর্তী শিকারীকান্দি এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গত ১২ আগস্ট রাতে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি খায়রুর। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও খায়রুলের কোন সন্ধান না পেলে তারা পুলিশকে বিষয়টি মৌখিক জানায়। এরপর মঙ্গলবার রাত ৮টার দিকে খায়রুলের বাসা থেকে ২০০ মিটার দূরে একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে খায়রুলের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, খায়রুলকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। তারা এ ঘটনার সঠিত তদন্ত ও বিচারের দাবি জানায়।
নিহত খায়রুলের মা মালেকা বেগম বলেন, ‘৫ বছর ধরে পাশের গ্রামের জাকির প্যাদার মেয়ের সঙ্গে আমার বাজানের প্রেম ছিল। এ কারণে জাকির প্যাদা আমাগো সবাইরে হুমকি-ধামকি দিয়ে গেছে। ওরা আমার বাজানরে ডাইকা নিয়ে মাইরা ফালাইছে। আমার বাজানের কোন দোষ ছিল না। ওরে তোমরা ক্যান মারলা?’
নিহতের বোন খাদিজা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। যারা আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত আমরা তাদের কঠোর বিচার চাই। পুলিশের কাছে অনুরোধ, যেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, ছেলেটি অসুস্থ ছিল। প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে সে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যাও করতে পারে। আবার নিহতের পরিবারের অভিযোগ, খায়রুলকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আপাতত কোন কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে হত্যার রহস্যের কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘১২ আগস্ট থেকে খায়রুল নিখোঁজ থাকলেও তার পরিবারের সদস্যরা থানায় নিখোঁজের সন্ধান চেয়ে জিডি করেনি। লাশটি সুরতহাল আমরা করেছি। সেখানে নিহত ওই তরুণের শরীরের কোন আঘাতের চিহ্ন নেই।’
Share Button

     এ জাতীয় আরো খবর