-
- অপরাধ, সারাদেশে
- বাবার মৃত্যুর ৪০ দিন না যেতে ছেলের গুলিতে মৃত্যু হলো মায়ের
- আপডেট সময় August, 17, 2022, 4:37 pm
- 93 বার পড়া হয়েছে
আজিম খান পটিয়া প্রতিনিধি
পটিয়া পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান,সদ্যপ্রয়াত, শামসুল আলম মাস্টারের সন্তান মাইনুলের গুলিতে তার মা শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন নিহত
এমন হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায়না
নিহত জেসমিন কিছু দিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল । মাইনুদ্দিনের সন্দেহ , সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন । স্থানীয়রা জানায় , বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মাইনুদ্দিনের । কথা কাটাকাটির একপর্যায়ে মাইনুল তার মাকে মাথায় গুলি করে তিনি ঘটনার পরপরই পালিয়ে গেছেন ছেলে মাইনুদ্দিন মাইনু।পরে প্রতিবেশীরা এসে জেসমিন আকতারকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে , পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা সুত্রে জানা যায় মাইনুল এখন পলাতক তাকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি
এ জাতীয় আরো খবর