January 3, 2025, 6:22 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না সাকিব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

চোট কাটিয়ে দলে ফেরার কথা থাকলেও শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তাকে আরও বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমরা আগেই বুঝতে পেরেছিলাম, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে না সাকিব। শেষ পর্যন্ত তাই হয়েছে। ওর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। দ্বিতীয় ম্যাচের আগে আবার পরীক্ষা করে দেখা হবে সে খেলতে পারবে কিনা। পুরোপুরি ফিট হলেই সিলেটে দ্বিতীয় ম্যাচ খেলতে পারবে সে।’

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিতে কে অধিনায়ক থাকবেন, সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে।

সাকিব চোটে আক্রান্ত হন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান তিনি। আঙুল ফেটে যায় এবং সেলাই পর্যন্ত করাতে হয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর