January 13, 2025, 1:34 am

সংবাদ শিরোনাম

বরিশাল মুলাদীতে স্কুল শিক্ষার্থীর হত্যা কারিদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আর, জে রবিউল ইসলাম বরিশাল ব্যুরো প্রধান।। 
বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন  রবিবার সকাল ১০ টার সময় স্কুল শিক্ষার্থীর আখি-নূরের হত্যার কারিদের দৃষ্টান্ত মূলক শান্তি ও ফাসির দাবিতে  সাধারণ জনগণ ও এলাকার মানুষ  মিলে, বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন
স্কুল শিক্ষার্থীর হত্যা কারিদের ফাসির দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন গাছুয়া ইউনিয়ন হোসনাবাদ গ্রামের  শাহে আলম হাওলাদার মেয়ে আঁখিনূর (১৩) পৈক্ষা হোসনাবাদ  মাধ্যমিক বিদ্যালয়ের  ৮ম শ্রেণির শিক্ষার্থী  আখিনুরের হাত-পা ভেঙ্গে,চোখ তুলে, নাক,গলা ও পেট কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আঁখিনুর স্বজনরা মুলাদী থানায় ৪ জন আসামি করে ও আরো  ৫-৬ জন অগত্যা নামা  একটি হত্যা মামলা দায়ের করেছেন স্বজনরা
জানান, পৈক্ষা হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিঠুনের সঙ্গে আঁখিনূরের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। আঁখিনূর বিয়ের জন্য মিঠুনকে চাপ দিচ্ছিল। বিশেষ করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মিঠুনকে বারবার বিয়ের কথা বলছিল। কিন্তু মিঠুন আঁখিনূরকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন।
এদিকে আঁখিনূরের খুনের সঙ্গে জড়িত ৩ জন চরগাছুয়া গ্রামের বেল্লাল ব্যাপারীর ছেলে মিঠুন, বাবুল সরদারের ছেলে সালমান এবং ফরিদ হাওলাদারের ছেলে ফয়সাল মুলাদী থানার পুলিশ বিভিন্ন জায়গায়  অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত ৩ জন আসামি  গ্রেফতার করেছেন পরে আসামিদের আদালতে প্রেরণ করেন
Share Button

     এ জাতীয় আরো খবর