January 13, 2025, 4:35 am

সংবাদ শিরোনাম

দিনাজপুরের পার্বতীপুর গুলপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী এক মহিলা গ্রেপ্তার।

আমজাদ হোসেন,পার্বতীপুর ;
পার্বতীপুরে ইয়াবাসহ গ্রেফতারকৃত এক মাদক ব্যাবসায়ীকে ২১ মাস ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

(৬আগস্ট)  গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের  বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশন ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামীকে ৭ আগষ্ট দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে । পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে ,গভীর রাতে রেলওয়ে থানা পুলিশ পার্বতীপুর পৌরসভার গুলপাড়া মহল্লা থেকে ৫০ পিচ ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী  সুলতানা বেগম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।সে গুলপাড়া জাহাঙ্গীর আলম এর স্ত্রী। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী সুলতানা বেগম মাদক বিক্রির  অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮’র ৩৬ (১)ও(১৭)ধারায় সুলতানা বেগম কে ২১মাস ১৫ দিনে সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর