-
- জেলা সংবাদ
- ইসলামপুরে শোক দিবসের প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় August, 7, 2022, 3:12 pm
- 109 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএস মিজানুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালামের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ লতিফ সরকার,আবু নাছের চৌধুরী চার্লেস,আঃ রাজ্জাক লাল মিয়া,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,শাহাদত হোসেন স্বাধিন,যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আঃ কাদের শেখ, মাকছুদুর রহমান আনছারী,জিয়াউল হক সরকার,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ,শহর আওয়ামী লীগ সভাপতি নারায়ন কর্মকার,সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া,সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সংগঠন সুসংগঠিত করে উন্নয়নের বাধাগ্রস্থ সকল অপশক্তি রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
সভায় উপজেলা,শহর,ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর