January 12, 2025, 6:51 pm

সংবাদ শিরোনাম

পার্বতীপুর পৌরসভা সহ দুই ইউনিয়নের নির্বাচনী জটিলতায় ১১ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এলাকাবাসী।

আমজাদ হোসেন|| পার্বতীপুর পৌরসভা ও তৎসংলগ্ন ২টি ইউনিয়ন ৩নং রামপুর ও ৪নং পলাশবাড়ীর  সীমানা নির্ধারণের জটিলতার কারণে ১১ বছর ধরে নির্বাচন বন্ধ রয়েছে । ফলে এসব এলাকার নির্বাচিত প্রতিনিধিরাই ৫ বছর মেয়াদের  জন্য নির্ধারন থাকলেও বোনাসে ৬ বছর বাড়তি সুযোগে পেয়ে মোট ১১ বছর ধরে তারা দায়িত্ব পালন করছেন। জানা যায়,পার্বতীপুর পৌরসভা এলাকার এরিয়া বর্ধিত করার জন্য দুইটি ইউনিয়ন ৩নং রামপুর ও ৪নং পলাশবাড়ী এলাকা থেকে পার্বতীপুর পৌরসভায় কিছু গ্রাম অন্তর্ভূক্ত করে। এ ব্যাপারে ২ টি ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার অন্তর্ভূক্ত করায় অসন্মতি প্রকাশ করেন। ফলে উভয় চেয়ারম্যান মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার জটিলতার কারণে সঠিক সময় পার্বতীপুর পৌরসভাসহ ২ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় নাই । বর্তমানে মামলার রায় হওয়ার পর এসব এলাকার নির্ধারণের ব্যাপারে সংশ্লিষ্ট সঙ্গে যোগাযোগ করলে জানান , সীমানা নির্ধারণ ও ভোটারের সংখ্যা গণনা করে শীঘ্রই এসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে পার্বতীপুর পৌরসভার দায়ীত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদয় মোহাম্মদ ইসমাইল।

Share Button

     এ জাতীয় আরো খবর