January 12, 2025, 7:09 pm

সংবাদ শিরোনাম

বোরহানউদ্দিন ০৩ মাস বয়সী বাচ্চার মা গৃহবধু অনামিকা রানীকে আগুনে পুড়িয়ে হত্যা।”

তজুমদ্দিন  সংবাদদাতাঃ
 – ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের শান্তি মিস্ত্রি বাড়ির,শান্তি মিস্তির পুত্রবধু অনামিকা রানী (২৩) কে স্বামী স্বর্নকার অন্তর চন্দ্র কতৃক হত্যার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্তরের বাবা শান্তি মিস্ত্রির সাথে যোগাযোগ করে জানা যায় যে গত ১৭ জুলাই রোজ রোববার বিকেলে গ্যাসের চুলা থেকে আগুন লেগে অনামিকা রানী গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং গতকাল সে মারা যায়। তিনি আরও জানান যে,এ সময় তার ছেলে অন্তর চন্দ্র ছাড়া আর কেউ বাসায় ছিলেন না। কিন্তু স্থানীয় প্রতিবেশীদের সাথে আলাপ করে জানা যায় যে গত ১৭ জুলাই তাদের স্বামী -স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সাথে ঝগড়া হয় এবং এক পর্যায়ে স্বামী অন্তর চন্দ্র দাস শরীরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয় এবং ঘটনাটি গ্যাসের আগুনে পুড়েছে বলে প্রচার করা হয়।
 
Share Button

     এ জাতীয় আরো খবর