January 12, 2025, 7:36 pm

সংবাদ শিরোনাম

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

আমজাদ হোসেন,পার্বতীপুর,

পার্বতীপুর বড়পুকুরিয়া ২৭ জুলাই মধ্য রাত হতে আবারো পুরোদমে কয়লা উত্তোলন শুরু। বুধবার সকাল ১০ টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান ভারচুয়ালী কয়লা উত্তোলনের কার্যক্রম উদ্ধোধন করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন।গত পহেলা মে ১৩১০ নম্বর ফেজ পরিবর্তন করার ফলে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল । আজ পুনরায় ১৩০৬ ফেজে আনায়ন করার ফলে সাময়িকভাবে কয়লার ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।নির্ধারিত সময়ের ২০ দিন আগেই পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করা হয়েছে । তিনি বলেন , পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজের যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ শেষে আগস্টের মাঝামাঝি সময় থেকে নতুন ১৩০৬ নম্বর ফেজে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাচঁ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর