-
- অপরাধ, জেলা সংবাদ, সারাদেশে
- বগুড়ার সারিয়াকান্দিতে অনন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরাদের প্রাণ নাশের হুমকি
- আপডেট সময় July, 25, 2022, 5:52 pm
- 156 বার পড়া হয়েছে
সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক পথচারীকে সন্ত্রাসীরা জীবন নাশের হুমকি দিয়েছে। গত ২২ জুলাই বিকেলে সারিয়াকান্দি বাজারের এক বৃদ্ধ সবজী বিক্রেতার সাথে অশালীন আচরণের প্রতিবাদ করায় রকিবুল ইসলাম সেলিম (৩৫) কে চিহ্নিত সন্ত্রাসীরা এই জীবন নাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে রোববার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন এক বৃদ্ধ সবজী বিক্রেতা সারিয়াকান্দি বাজারের গলিতে বসে সবজী বিক্রি করছিলেন। এমন সময় পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের রতন মিয়া (৩৬) ও রাব্বি মিয়া (২৫), বালুয়াহাটার সোহাগ মিয়া (৩০), পারতিতপরল গ্রামের শাহিন মিয়া (২৯) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ওই বৃদ্ধ সবজী বিক্রেতাকে বসা নিয়ে দূর্ব্যবহার করছিলেন। এ ঘটনায় রকিবুল করিম সেলিম বৃদ্ধের সাথে দূর্ব্যবহারের কারণ জানতে চান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র উঁচিয়ে সেলিমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। অন্যান্য দোকানী ও পথচারীদের সহযোগীতায় সেলিম রক্ষা পায়। রকিবুল করিম সেলিম সারিয়াকান্দির মরহুম বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিনের একমাত্র ছেলে। এ বিষয়ে থানার উপপরিদর্শক জানে আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর