January 12, 2025, 3:58 am

রংপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান ও জরিমানা 

রংপুর জেলা প্রতিনিধি 

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে রংপুর মহানগরের একটি আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার ১৭ জুলাই ২২ দুপুরে মহানগরীর স্টেশন রোড আলমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা স্যানিটারি ইনস্পেক্টর ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় একটি ফুজি আইসক্রিম কারখানাকে ৫ হাজার টাকা জরিমানাসহ কারখানার অনুমোদনহীন মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনুমোদনহীন সকল মালামাল জব্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর