January 12, 2025, 2:59 am

হিলিতে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার

হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে রাস্তার পাশের ধানক্ষেত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ জুন) সকাল ১১টায়  উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা ও জাংগই গ্রামের মাঝামাঝি স্থানে রাস্তার পাশের ধান ক্ষেত থেকে নবজাতক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম।
তিনি জানান, নবজাতকের মৃতদেহটি ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে
আসে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।
Share Button

     এ জাতীয় আরো খবর