-
- দুর্ভোগ, লিড নিউজ, সারাদেশে
- পীরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে ৬টি গ্রাম লন্ডভন্ড!
- আপডেট সময় April, 29, 2022, 2:49 pm
- 174 বার পড়া হয়েছে
মোস্তফা মিয়া পীরগন্জ রংপুর প্রতিনিধিঃঃ
রংপুরের পীরগঞ্জ ৫ মিনিটের কালবৈশাখীর তান্ডবে ৬টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ে কাঁচা-পাকা ঘর-বাড়ি, গাছ-পালা, উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কয়েক’শ পরিবার। ঐ পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। বুধবার (২৭এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, পিআইও মিজানুর রহমান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ষোলঘরিয়া, হোসেনপুর, তাতারপুর, খষ্টি ও মদনখালীর ইউনিয়নের জাফরপাড়া এলাকায় কালবৈশাখী আঘাত হানে।
এ জাতীয় আরো খবর