তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক: হানিফ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির নির্বাচনের দাবি অযৌক্তিক। কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্ত্বরে গতকাল শুক্রবার প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারীদের সন্মাননা ও কলেজের রহিমা-আফছার অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ‘বাংলাদেশের জনগন বর্তমান সরকারের অধীনে অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যেকোন নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সক্ষম। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক। ‘৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের প্রেক্ষাপট জানতে হবে’- মন্তব্য করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলো, ভোট ডাকাতি করেছিলো। তাই তাদের বিরুদ্ধে সারাদেশের জনগণ আন্দোলন করেছিলো। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করা হয়েছিলো। হানিফ বলেন, বিএনপির সাম্প্রতিক কর্মকা- প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না, বিএনপি উগ্র, জঙ্গী, মৌলবাদী সংগঠনের দিকে ধাবিত হচ্ছে। কুষ্টিয়া ইসলামীয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মুহম্মদ শামসুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এসময় কুষ্টিয়া পুলিশ সুপার এস,এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।