এরইমধ্যে শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৫ হাজার ৯৪৬ জন।
এর আগে গতকাল শুক্রবার (১১ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা যান আরও ৬ হাজার ৬২১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৯৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার ২০৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫৭ হাজার ৮৪৭ জন।