সোহেল রানা,(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃরাজশাহীর তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- এক বছর সাজাপ্রাপ্ত তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও উপজেলার ভাতরন্দ গ্রামের মৃত ভোলা মন্ডলের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামি মাসুদ রানা।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ও ওয়ারেন্টভূক্ত আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।