January 2, 2025, 9:09 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

ময়মনসিংহের একটি কারখানায় ৪২০টি রোবট কাজ করছে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

আশ্চর্জনক হলেও সত্য, ময়মনসিংহের একটি টেক্সটাইল কারখানায় একটি বা দুটি নয়, ৪২০টি রোবট কাজ করছে।

হ্যাঁ, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এনভয় টেক্সটাইলে ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এসব রোবটের ব্যবহার শুরু হয়।
এই কারখানাটি বর্তমানে ইউএসজিবি লিড সনদপ্রাপ্ত বিশ্বের প্রথম বস্ত্র কারখানা। কারখানাটিতে ১৪টি রোবোটিক কর্নারে প্রতিদিন ৫০০ টন ডেনিম সুতা উৎপাদন হয়। এতে করে কারখানার উৎপাদনশীলতা অনেক বেড়েছে। উৎপাদিত সুতার মান আরও নিখুঁত হয়েছে।

জানা যায়, বস্ত্র উৎপাদনের সময় মাঝেমধ্যেই লাইনে সুতা ছিঁড়ে যেত। এ রকম মুহূর্তে রোবট অনেকটা চোখের পলকেই সুতা জোড়া লাগিয়ে দিতে সক্ষম হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে না। যা সাধারণ শ্রমিকের পক্ষে প্রায় অসম্ভব ছিল।
এছাড়া নিজ হাতে সুতা জোড়া লাগাতে শ্রমিকদের অনেক সময়েরও প্রয়োজন হতো। কিন্তু এখন সুতা জোড়া লাগাতে আর সময়ের প্রয়োজন হয়না। সাথেসাথেই জোড়া লাগিয়ে দেয় রোবট।

কারখানা সূত্রে জানা যায়, ১০ জন শ্রমিক যে কাজ করেন, একটা রোবট সেই পরিমাণ কাজ করতে পারায় রোবটের ব্যবহার তুলনামূলক অনেক সাশ্রয়ী। এদিকে রোবটের ব্যবহার বাড়িয়ে শ্রমিকের সংখ্যাও অনেক কমিয়ে আনা হয়েছে। কারখানাটিতে বর্তমানে শ্রমিকের সংখ্যা মাত্র এক হাজার।

অপুর্ব
ময়মনসিংহ

Share Button

     এ জাতীয় আরো খবর