October 6, 2024, 10:23 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন ॥ ৪টি নৌকা এবং ৪টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর জয়।

উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে ১নং লোকড়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে কায়সার রহমান (চশমা) ২ হাজার ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আমিরুল ইসলাম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট, আব্দুল হান্নান চৌধুরী আনারস ২ হাজার ৩৫৯ ভোট, এডঃ এম ইলিয়াস ঘোড়া প্রতীকে ১ হাজার ৯৯৩ ভোট, আহাম্মদ আলী নৌকা নিয়ে ১ হাজার ৯৮৫ ভোট, আলহাজ¦ মীর জালাল টেবিল ফ্যান ১ হাজার ১৬১ ভোট, কয়সর আহম্মেদ টেলিফোন ১ হাজার ১৭ ভোট, আজমান আলী মোটর সাইকেল প্রতীকে ২৫৯ ভোট পান।

২নং রিচি ইউনিয়নে নৌকা আলহাজ¦ আব্দুর রহিম নৌকা প্রতীকে ৭ হাজার ৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সারাজ মিয়া আনারস প্রতীকে পান ৭ হাজার ২৩২ ভোট, কাজল আহমেদ লাঙ্গল প্রতীকে পান ১ হাজার ২৮৬ ভোট।
৩নং তেঘরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোতালিব ২ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিবলু মিয়া মোটর সাইকেল প্রতীকে ২ হাজার ৮৫৫ ভোট, ছানু মিয়া ঘোড়া প্রতীকে ২ হাজার ২১০ ভোট, নজরুল ইসলাম আনারস প্রতীকে ১ হাজার ৩২ ভোট, আবুল কাশেম চশমা প্রতীকে ৯০০ ভোট পান।
৪নং পইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে সৈয়দ মঈনুল হাসান আরিফ ৮ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ছাহেব আলী পান ৪ হাজার ৩৮৬ ভোট পান।
৫নং গোপায়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে আব্দুল মন্নান ঘোড়া প্রতীকে ৫ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুজ্জামান চৌধুরী ৪ হাজার ৩২৯, মোঃ আক্তার হোসেন আনারস ৩ হাজার ২৫৫, মিছাবাউল বারী লিটন চশমা প্রতীকে ১ হাজার ৮২৯, মোটর সাইকেল প্রতীকে জহিরুল ইসলাম পান ৬৯৩ ভোট।
৬নং রাজিউড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বদরুল আলম দুলাল ৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজ উদ্দিন তাজ আনারস প্রতীকে পান ৩ হাজার ৬২৩, ফয়জুল ইসলাম চশমা প্রতীকে পান ৩ হাজার ৪৫১ ভোট, আবুল কালাম বাবুল ঘোড়া প্রতীকে পান ১ হাজার ৭৯৪।
৯নং নিজামপুর ইউনিয়নে আনারস প্রতীকে তাজ উদ্দিন আহমেদ তাজ ৬ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আওয়াল তালুকদার ৬ হাজার ৬১ ভোট পান।
১০নং লস্করপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহবুবুর রহমান হিরু নৌকা প্রতীকে ৪ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমজাদ আলী ৩ হাজার ৯১৭ ভোট, নুরুল আলম মোটর সাইকেল পান ২ হাজার ভোট ও মঈনুল হাসান দুলাল আনারস প্রতীকে পান ২ হাজার ১৬৭ ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে মোট ৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সন্ধ্যার দিকে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুলা সরকারি মডেল স্কুলে একদল দুবর্”ত্ত ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আইন শ”ড়খলা বাহিনীর সদস্যরা বাঁধা দিলে তাদের সাথে ধাওয়া হয়। পরে টিয়ারসেল নিক্ষেপ করে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ওই কেন্দ্রে ভোট গননা ¯’গিত করা হয়। পরে রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার সাদেকুল ইসলাম ওই কেন্দ্রের ভোট ঘোষণা করেন এবং আব্দুল মন্নানকে জয়ী ঘোষণা করেন। নির্বাচন অফিসের রেজাল্ট অনুযায়ী এ ফলাফল জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর