January 17, 2025, 12:35 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

আবারও ভারতে করোনায় দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে শনিবার টানা দুই সপ্তাহ পর করোনায় মৃত্যু সংখ্যা চার হাজারের নিচে এলেও একদিন পরই তা সাড়ে চার হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

একই সঙ্গে দেশটিতে এ মহামারিতে মৃত্যু সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও চার হাজার ৪৫৫ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের।  খবর বিবিসির।

ভারতে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোববার দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লাখ ২২ হাজারে।  গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরেই ছিল।  কেবল গত শনিবার মৃত্যুর সংখ্যা কমে তিন হাজার ৭০০ জনে নেমে এসেছিল। কিন্তু একদিন পরই তা আবার লাফিয়ে বেড়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে— আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্ত ও মৃতের সংখায় এখনও প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে ভারত এবং তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর