আন্তর্জাতিক ডেস্কঃঃ
কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। মাঝে মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৯ জনের প্রাণহানি ঘটেছে। সবমিলিয়ে করোনার হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৮৭৪ জন রোগী মারা গিয়েছিলেন। শুক্রবার প্রাণহানি বেড়েছে প্রায় সাড়ে তিনশ’। মৃতের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে।
তবে কমে এসেছে সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন।
সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৭ হাজার ৯২৫।
একদিনে ২০ লাখ ৬১ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এটিই দৈনিক সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড।
//ইয়াসিন//