January 17, 2025, 1:43 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

মার্কিন নির্বাচনে আগাম ভোটে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটি আগাম ভোট পড়েছে। এই সংখ্যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এবছর আগাম ভোটের সংখ্যা ১০ কোটি ছাড়াতে পারে বলে আবাস দিয়েছেন বিশ্লেষকরা। জরিপ বলছে, আগাম ভোটে সুবিধাজনক অবস্থায় আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে কে বসছেন হোয়াইট হাউজের মসনদে তা জানতে অপেক্ষা করতে হবে ৩ নভেম্বর পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি ভোটার। ২০১৬ সালের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুন। ভোটের দিন আসার আগেই এই সংখ্যা ১০ কোটি ছাড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট পড়েছিল পাঁচ কোটি।

২৫ রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে গতবারের তুলনায় বেড়েছে আগাম ভোটের সংখ্যা। দোদুল্যমান রাজ্যগুলোতে এই সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মেইলেও নিজেদের রায় জানিয়ে দিয়েছেন বিপুল সংখ্যক ভোটার। মিশিগান,উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও আরিজোনা-র মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও বেড়েছে আগাম ভোটের সংখ্যা।

পরিসংখ্যান বলছে, ফ্লোরিডায় আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশই ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন-এর সমর্থক হিসেবে পরিচিত। সেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোটদানের হার ৩৭ শতাংশ। নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোর চিত্রও প্রায় রকম। এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে আছেন জো বাইডেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডা রাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

বক্তৃতায় জলবায়ু, করোনাসহ বিভিন্ন বিষয়ে একে অপরের সমালোচনা করেন ট্রাম্প-বাইডেন। ফ্লোরিডার জনগনের উদ্দেশ্যে বাইডেন বলেন ক্ষমতা নিজেদের কাছে রাখতে চাইলে ডেমোক্রেটদের নীল রংকে নির্বাচিত করার বিকল্প নেই।

অন্যদিকে অর্থনৈতিক সাফল্যের পরিসংখ্যান টেনে জনগণকে নিজেকে সমর্থন করতে বলেন ট্রাম্প।

Share Button

     এ জাতীয় আরো খবর