নোয়াখালী প্রতিনিধিঃঃ
নোয়াখালী জেলার সদর পূর্বাঞ্চল নবগঠিত কবিরহাট উপজেলার হিন্দু সম্প্রদায়ের ফলাহারী গ্রামে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় শ্রী নিতাই গৌর আশ্রমটি চল্লিশ বছরেও সরকারী ভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি জানা যায়, বিগত ১৯৮০ সালের কোন এক সময়ে ফলাহারী সাকিনে ব্রজেন্দ্র কুমার সুত্রধর বাড়ির সামনে ২২ জন দাতা সদস্য সর্বসম্মত ক্রমে ২৪ শতক ভূমির উপর শ্রীশ্রী নিতাই গৌর আশ্রম গড়ে তুলেন। সাতজন দাতা সদস্যের মৃত্যু হলে বর্তমান বেঁচে থাকা পাঁচ জন এর মধ্যে কানু লাল সূত্রধর নিকুঞ্জ কুমার সুত্রধর, লক্ষণ সুত্রধর, হরেন্দ্র কুমার সুত্রধর, শ্রী চিত্র সুত্রধর, সহ শতশত হিন্দু ভক্ত বৃন্দের প্রচেষ্টায় আশ্রমের উন্নয়ন কাজ হচ্ছে। প্রতিষ্ঠাতা সদস্যগণ জানান কবিরহাট উপজেলায় বাৎসরিক বিভিন্ন বড় ধরনের পুজার সময় এই আশ্রমে ৭/৮ হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। প্রতিষ্ঠালগ্ন হতে শ্রী নিতাই গৌর আশ্রম সরকারের আর্থিক সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত। ভক্তবৃন্দ আরো জানান- প্রায় ৮ শতক ভূমি পূর্বপাশে পুকুরের ভেতরে রয়েছে। অর্থের অভাবে ভরাট করতে পারছিনা। আশ্রমের বড় অংশ হচ্ছে টিন সেট তাও সংস্কারের অভাবে ব্যবহার এর অনউপযোগী হয়েছে। বৃষ্টির পানি পড়ে ভেতরে সেঁত সেঁত হয়ে যায়। এছাড়াও যেকোন মুহুর্ত্বে ধ্বসে পড়ে প্রান হানিও ঘটার আশংকা রয়েছে। দুর্ঘটনা মুক্ত ব্যবহার উপযোগী করে আশ্রম গড়ে তুলতে সরকারের আর্থিক সাহায্য জরুরী হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন এই বিষয় কোন নজর নেই। পরিচালনা কমিটির সভাপতি মিন্টুদেব নাথ ও সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র দেবনাথ বলেন- বিগত কমিটি পরিশ্রম করে আশ্রমের কর্মকান্ডকে এ পর্যায় নিয়ে আসে। আমরা নতুন কমিটি ২০১৯ সালে আশ্রম পরিচালনার দায়িত্ব নিয়েছি। এই পর্যন্ত অবকাঠামো উন্নয়নে সরকারী কোন আর্থিক সাহায্য পাওয়া যায়নি। শ্রী নিতাই গৌর আশ্রম এর উন্নয়ন কাজের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করেন। বিজয় কমার নাথ, পিতা মৃত হরমোহন নাথ প্রতিবন্ধি ব্যাক্তি দীর্ঘদিন থেকে উক্ত আশ্রমের সেবক হিসেবে কাজ করে আসছেন। জেলা প্রশাসক এর নিকটতার আন্ত অভিযোগে জানা যায় ২০১৬/২০১৭ অর্থ বছরে জেলা পরিষদ নোয়াখালী উক্ত আশ্রমের উন্নয়ন কাজের জন্য ৫০,০০০/- টাকা বরাদ্দ দেন যাহা গোপনে তৎকালিন পরিচালনা কমিটিকে না জানিয়ে নিকুঞ্জ কুমার সূত্রধরের পুত্র রতন সূত্রধর ২১/০৯/২০১৭ ইং তারিখে ৫০,০০০/- হাজার টাকার (চেক নং- ১৮০৯৯০) চেকটি গ্রহন করে নিজেই আত্মসাৎ করেন। এই বিষয়ে রতন কুমার সূত্রধর জানায় উক্ত টাকা দিয়ে পুজার সময় কাপড় কিনে মহিলাদের মাঝে বিতরন করে। স্থানীয় ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক ৫০/৬০ জন মহিলাকে জিজ্ঞাসা করলে তারা কাপড় পায়নি বলে জানায়। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি, অর্জুন ভৌমিক আশ্রম উন্নয়ন কাজে সরকারী অর্থ বরাদ্দের জোর দাবী জানান।