রংপুর ব্যুরো::
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিজিবি‘র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সি আর দত্ত বীর উত্তমের বিদেহী আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গতকাল মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের রংপুর জেলা ও মাহানগর কমিটির আয়োজনে মৌন মানববন্ধন কর্মসূচিতে রংপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁর আতÍার শান্তি কামনা করে স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি বনমালি পাল, সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারন সম্পাদক স্বপন কুমার রায়, সাংবাদিক রুস্তম আলী ও সাংবাদিক রেখা মনি এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ছাত্র, যুব ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি প্রহলাদ রায় প্রমুখ।