January 16, 2025, 12:02 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

শুরু হয়ে গেছে নাটকের শুটিং কাজে ফিরতে আতঙ্কে শিল্পীরা

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

 

কাজে ফিরতে আতঙ্কে শিল্পীরা।

শুরু হয়ে গেছে নাটকের শুটিং।দীর্ঘদিন ঘরবন্দি অবস্থা থেকে অনেকেই ফিরেছেন কাজে। টেলিভিশন নাটকের সংগঠনগুলো সরকারের লকডাউন তুলে নেওয়ার পর থেকে শুটিংয়ের অনুমতি প্রদান করেছে।এ নিয়ে অনেকে খুশি আবার অনেক হতাশাও প্রকাশ করেছেন। জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে তবেই শুটিং করা যাবে।সেই ভরসায় অনেক অভিনয়শিল্পী শুটিং শুরু করলেও অনেকে আবার হতাশার কথা বলেছেন। কারণ একটি শুটিং ইউনিট মানে অনেক মানুষের একসঙ্গে কাজ।চাইলেও দূরত্ব বজায় রেখে এখানে কাজ করা খুব বেশি সম্ভব নয়।অনেক অভিনয়শিল্পী জানিয়েছেন, মেকআপ এখন নিজেরাই নিচ্ছেন তারা। আর টেক শেষে আলাদা হয়ে বসছেন। কিন্তু অভিযোগ নিরাপদ দূরত্ব রেখে শুটিং করা সম্ভব হচ্ছে না। তাই আতঙ্কিত তারা। অনেকেই কাজ শুরু করে আবারও গুটিয়ে নিয়েছেন নিজেকে। আবার অনেকে এখন পর্যন্ত কাজে ফেরার সিদ্ধান্ত নেননি। করোনা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে এমন অবস্থায় শুটিং করায় নিরাপত্তা পাচ্ছেন না অনেক অভিনয়শিল্পী।অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘এমন অবস্থায় শুটিং হাউজে নিরাপদ থাকবো তা মনে হয় না। কারণ শুটিং মানেই অনেক মানুষ। সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ করাটা কঠিন। যারা কাজ করছেন সেটা তাদের বিষয়। কিন্তু আমার জীবনের দিকটা তো আমারই দেখতে হবে। তাই সবকিছু স্বাভাবিক হলে তবেই কাজে ফেরার সিদ্ধান্ত নেবো।মেহজাবীন বলেন, ‘এখনও কোনো শুটিংয়ে অংশ নিইনি। পরিস্থিতি আরও ভালো হওয়ার অপেক্ষায় আছি। এখন সবার নিরাপদে থাকা জরুরি। নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্যই ঘরে থাকছি।’আফরান নিশো বলেন, ‘করোনার পরিস্থিতি আমাদের দেশে এখন যেমন, এই অবস্থায় শুটিংয়ে ফেরা নিরাপদ মনে করছি না। কারণ স্বাস্থ্যবিধি মেনে কতটুকু কাজ করা হচ্ছে সেটি এখনও জানি না। তবে আগামী ১ মাস অন্তত কাজে ফেরার পরিকল্পনা করছি না। এরপর পরিস্থিতে বুঝে সিদ্ধান্ত নেবো।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর