কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কে.এফ করিম উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শেষ দিন ৮ মার্চ রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের মেম্বার জাতীয় শ্রমিক পার্টির ভাইস চেয়ারম্যান গ্রীণচাষী মো. কামরুজ্জামান মৃধা। তিনি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন টিআই, আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা পারভীন।
প্রাইভেট ডিটেকটিভ/৮ মার্চ ২০২০/ইকবাল