January 16, 2025, 7:49 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে এবারের মঞ্চে ৩ বলিউড সুন্দরী

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে আগামী ৫ এপ্রিল।এদিন সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক চমক থাকবে। স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমক নিয়ে ঢেলে সাজানো হচ্ছে। প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবারের আয়োজনে। এছাড়া এবারের আসরে চমক হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু অথবা নারগিস ফাখরি থাকতে পারেন বলে জানিয়েছেন আলমগীর খান আলম।আলমগীর খান আলম বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড নিয়ে প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। নিউইয়র্কের বাইরে ম্যাসাচুসেটস, কানেটিকাট, পেনসিলভানিয়া, দেলওয়ার, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও প্রবাসীরা অংশগ্রহণ করবেন। প্রতিবছরের এবারো নির্দিষ্ট স্থান ছাড়াও প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নিউইয়র্কের বদলে অন্যত্র ঢালিউড অ্যাওয়ার্ড করার প্রয়াস ছিল। নানা কারণে তা হয়ে ওঠেনি। ২০২১ সালে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান আরব আমিরাতের দুবাইয়ে করা হবে বলে জানান আলমগীর খান আলম।সংবাদ সম্মেলনে মঞ্চে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী পিয়া বিপাশা, আইনজীবী নাসরিন আহমেদ, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর