January 16, 2025, 11:13 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

‘ক্যাসিনো’ ছবির প্রচারে নতুন আইডিয়া সাজাচ্ছি আমরা-চিত্রনায়ক নিরব

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

ছবি: সংগৃহীত।

নিরব ও বুবলী জুটি গড়ে ‘ক্যাসিনো’ ছবির ঘোষণা দিয়েই চমকে দিয়েছিলেন। নিন্দুকেরা অনেকেই তখন বলেছিল, ছবিটি শেষ পর্যন্ত আটকে থাকবে আর শেষ হবে না। মুক্তিও পাবে না।এরপর ছবির ফার্স্টলুক মুক্তির পর কিছুটা নতুন গুঞ্জন তৈরি হলো—শাকিব খানের কাছ থেকে কি তবে বুবলী চলে এলেন? কেউ কেউ আবার এমনটাও ছড়ালেন, বুবলী নাকি আর শাকিবের বিপরীতে কাজ করবেন না।পরে ‘ক্যাসিনো’ ছবির ফাঁকে যখন ‘বীর’ ছবির বাকি অংশও সারলেন বুবলী, তখন এসব গুঞ্জনের শেষ পর্যন্ত যা হয়, তা-ই হলো। আর এদিকে ‘ক্যাসিনো’ ছবিটি দর্শকদের মনে দারুণ এক কৌতূহল তৈরি করেছে।চিত্রনায়ক নিরব বলেন, ‘আমার কাছে যে কোনো আলোচনাই ইতিবাচক মনে হয়।আর শাকিব ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই বড়োভাই-ছোটভাইয়ের মতো।এটা এই ইন্ডাস্ট্রির সবাই জানে।তাই এই সম্পর্কের ভেতরে অন্য কোনো গন্ধ খুঁজতে যাওয়াটা বৃথা সময় নষ্ট বলেই আমি মনে করি। আশার কথা হলো, তাসকিন ও বুবলীর কাজগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে। তাই ‘ক্যাসিনো’ ছবির আমার বাকি কাজগুলো শেষ হলেই ছবিটির প্রচারে নতুন আইডিয়া সাজাব আমরা।উল্লেখ্য, সৈকত নাসিরের পরিচালনায় বুবলী এই প্রথম শাকিবের বাইরে কারো সঙ্গে কাজ করলেন।তাই ছবিটি নিয়ে ভিন্ন মাত্রার একটি চাহিদা থাকবে এমনটাই সকলের বিশ্বাস।বুবলী বলেন, ‘নিরবের সঙ্গে পরিচয় দীর্ঘ দিনের। একসঙ্গে একটা দারুণ কাজ শেষ করলাম। এখন দর্শকদের ভালোবাসা টাই আমাদের একান্ত কাম্য।আর সিনেমা ইন্ডাস্ট্রির এই মন্দা বাজারে আমরা প্রত্যেক শিল্পীই এখন চাই যেকোনো ছবির সাফল্য। আমাদের দুজনার এই নতুন জুটি দর্শকেরা দারুণভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর