ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
২০২০ সালের শুরুতেই মহাযজ্ঞে নামবেন ক্রিকেটের যুবারা। আগামী বছরের ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২০ দিনব্যাপী চলবে ক্রিকেটের এই মহারণ।এ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো সব প্রস্তুতি শেষ করেছে। নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের যুবারা।যুব বিশ্বকাপ সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয়জনকে।জানা গেছে, ৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন টাইগার যুবারা। পর দিনই অনুশীলনে নিজেদের পাকিয়ে নেবেন। দুদিন বিরতি নিয়েই ৭ ও ৯ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ১৫ জানুয়ারি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন টাইগার যুবারা।এর পর ১৮ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি গ্রুপে ২১ তারিখে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এর পর গ্রুপপর্বের শেষ ম্যাচটি পাকিস্তানের যুবাদের বিপক্ষে ২৪ তারিখ।সুপার লিগ তথা কোয়ার্টার ফাইনালে উঠলে নকআউট পর্বের বাকি ম্যাচগুলো নির্ধারিত হবে।এবারের যুব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নাইজেরিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সি’ গ্রুপে- বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ‘ডি’ গ্রুপে- আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।১৫ সদস্যের বাংলাদেশ দলঃআকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধি নায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরীফুল ইসলাম, শাহীন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।স্ট্যান্ডবাই: অমিত হাসান, এসএম মেহরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিজানুর রহমান মোহান্না, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৯/ইকবাল