শাহিন আহম্মদ,কেরানীগঞ্জ,(ঢাকা)প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ সদর উপজেলায় বিজয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
মধ্য দিয়ে মহান বিজয় উদযাপন করা হয়েছে।গত ১৬ ডিসেম্বর সোমবার সকালে কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানিকতা। এরপর কেরানীগঞ্জ উপজেলা চত্বরে বিভিন্ন স্কুলের শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শারীরিক কসরত প্রদর্শনী হয়। এতে অংশগ্রহন করেন বাঘৈর হাই স্কুল, বাঘাপুর স্কুল এন্ড কলেজসহ১২ টি বিদ্যালয়। মাধ্যমিক পর্যায়ে ডিসপ্লে প্রদর্শনীতে ১ম স্থান অধিকার করেন বাঘৈর হাই স্কুল, ২য় স্থান অধিকার করেন বাঘাপুর স্কুল এন্ড কলেজ এবং ৩য় স্থান অধিকার করেন কেরানীগঞ্জ মডেল হাই স্কুল।বাঘৈর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসূর আহমদ বলেন, আমাদের নতুন প্রজন্ম যারা ’৭১ দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।আমরা এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী,কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী।