ঐতিহ্য বাহী গৌরনদী প্রেসক্লাবের ২০১৮ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন খোন্দকার মনিরুজ্জামান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আলম। প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় আনুষ্ঠানিক ভাবে তাদের নাম ঘোষণা করা হয়।