December 23, 2024, 10:33 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

ভারতের কুকুর ‘বাঘ’ সেজে কৃষকের জমি পাহারা দেয়

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

এই কুকুর ‘বাঘ’ সেজে কৃষকের জমি পাহারা দেয়। 

হনুমানের উৎপাতে দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। তাই অতিষ্ট হয়ে শেষে নিজের পোষা কুকুরকে ‘বাঘ’ বানালেন এক কৃষক।ভারতের কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামে এ ঘটনা ঘটেছে।আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই গ্রামের কৃষক শ্রীকান্ত গৌড়া হনুমানদের থেকে জমির ফসল রক্ষার জন্য ভাবতে ভাবতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ আর পাবেন কোথায়, তাই নকল বাঘের ব্যবস্থা করেন।তিনি তার পোষা কুকুরের গায়ে কালো কালো ডোরাকাটা রঙ করে বাঘের সাজ দেন।এর আগে ফসল রক্ষায় শ্রীকান্ত একটি বাঘ-পুতুল ব্যবহার করেছিলেন। ক্ষেতের কাছে সেটিকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন শ্রীকান্ত।দেখেন এতে ভালই কাজ হচ্ছে। জমির সামনে ‘বাঘ’ দাঁড়িয়ে থাকতে দেখে ফসলের দিকে ঘেঁষার সাহস পাচ্ছিল না হনুমানগুলো। এ কৌশল দিন দুয়েক পর অন্য একটি জমিতেও ব্যবহার করেন। সেখানেও একই ফল হয়।কিন্তু ‘বাঘ’ ব্যবহারের কৌশল দু’বার কাজে দিলেও, বেশি দিন যে এটা চলতে পারে না, সেটাও বেশ জানতেন শ্রীকান্ত। তাই এবার তিনি কৌশলে কিছুটা পরিবর্তন আনেন।এবার একটি কুকুরকে বাঘের মতো ডোরাকাটা রং করেন। কুকুরটির গায়ে কলপের কালো রং মাখিয়ে দেন। দূর থেকে তার ডোরাকাটা দাগ দেখলে মনে হবে, সত্যিই যেন একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর