ডিটেকটিভ ডেস্কঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচের আয়োজনে অংশ নিতে গত ২২ নভেম্বর শুক্রবার সকালেই ঢাকা থেকে কলকাতায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাপি বলে খেলা হওয়ার কারণে এই ম্যাচের নামই হয়ে গেছে গোলাপি টেস্ট।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেনসের এই গোলাপি টেস্টের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সাথে নিয়ে।ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন দুই নেত্রী। এসময় তাদের পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যেই শহরে এসেছেন ক্রিকেট কিংবদন্তী সচীন টেন্ডুলকার সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ নভেম্বর ২০১৯/ইকবাল