December 22, 2024, 3:18 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

এতো সম্পদ থাকা ঠিক নয় : জাকারবার্গ

এতো সম্পদ থাকা ঠিক নয় : জাকারবার্গ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসছে। এরই মধ্যে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডর্স সোজাসাপ্টা বলেই দিয়েছেন যে, দেশে বিলিওনেয়ার বা একশ’ কোটি ডলারের মালিক থাকা উচিৎ নয়। এবার তার সঙ্গেই সুর মেলালেন বিপরীত মেরুর তরুণ বিলিওনেয়ার মার্ক জাকারবার্গ। বার্নি স্যান্ডার্স বরাবরই মার্কিন কর্পোরেট ব্যবসায়ীদের অর্থলোভের বিপক্ষে অবস্থান নেওয়া রাজনীতিবিদ। তার বক্তব্য ধরেই ফেসবুকের এক টাউনহল সভায় এক কর্মী প্রতিষ্ঠানপ্রধানকে জিজ্ঞেস করেন ওই বক্তব্য বিষয়ে জাকারবার্গের অবস্থান কী। প্রায় সাত হাজার কোটি ডলারের মালিক জাকারবার্গ জবাবে বলেন- বার্নি স্যান্ডার্সের ওই কথার পেছনের কারণ তিনি বোঝেন। “আমি ঠিক বলতে পারবো না সীমারেখাটি ঠিক কোথায় টানা উচিৎ, কিন্তু হ্যাঁ, এতো সম্পদ থাকা ঠিক নয়।” এবার টাউনহল সভাটি রেওয়াজ ভেঙ্গে সরাসরি প্রচারের উদ্যোগ নেন ফেসবুক প্রধান। কারণ, আগের সভারই অডিও ফাইল ফাঁস হয়ে গিয়েছিল। সে বিষয়ে অবশ্য ফেসবুকের ব্যাখা হলো, সম্ভবত শিক্ষানবীশ কোনো কর্মীর কাজ ছিল সেটি। সেই অডিও ফাঁসের বাস্তবতায় এবার নিজেই সরাসরি অডিও সম্প্রচার করলো সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। টেক সাইট ভার্জে প্রকাশিত ফাঁস হওয়া অডিওতে শোনা যায় জাকারবার্গ বলছেন, “আমাদের এলিজাবেথ ওয়ারেনের মতো একজন আছেন, যিনি মনে করেন বড় প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে দেওয়ার মধ্যেই সমাধান রয়েছে।” “উনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমি বাজী ধরে বলবো আমাদের সামনে আইনী চ্যালেঞ্জ আসছে। আমি এ-ও বাজী ধরতে রাজী আছি যে, ওই চ্যালেঞ্জে আমরাই জয়ী হবো। এরপরও গোটা বিষয়টা কি আমাদের জন্য ক্ষতিকর হবে। আমি বলছি- হ্যাঁ হবে।” এবার ওই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে জাকারবার্গ বলেন, “আমরা বরং শত্রুতা আর না বাড়াই।” তিনি আরো যোগ করেন, “কারো সঙ্গে আমাদের সব বিষয়ে দ্বিমত থাকতেই পারে। সে ক্ষেত্রে আমি বরং তার কণ্ঠরোধের চেয়ে নির্বাচিত হওয়াকেই সমর্থন দেবো। যদিও আমি মনে করি বিষয়টা আসলে এমন নয়।” আগের বছরই এলিজারেথ ওয়ারেন ফেসবুক, অ্যামাজন এবং গুগলের মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে দেয়ার মতো পরিকল্পনা প্রকাশ করেছেন। হারভার্ড ইউনিভার্সিটির আইন বিষয়ে সাবেক এই অধ্যাপকের মত, বিশাল ক্ষমতাধর প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে দেওয়ার মাধ্যমেই কেবল মার্কিন রাজনীতি, অর্থনীতি ও সমাজে তাদের সীমাহীন প্রভাব কমানো যেতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর