January 15, 2025, 11:41 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই: রিজভী

ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই: রিজভী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডেঙ্গু আতঙ্কে ঢাকাসহ সারাদেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কারও কারও প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের যথাযথ কোনো উদ্যোগ নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভয়াবহ দুঃশাসনে জর্জরিত মানুষের ভোট চুরি করে ক্ষমতাসীন হওয়ার জন্য জনগণ বর্তমান সরকারকে ঘৃণা করে বলেই তারা জনগণকে শত্রু মনে করে। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান শাসকগোষ্ঠী জনগণকে প্রয়োজন মনে করে না। সেজন্য দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে। ডেঙ্গুর মতো এত বড় জাতীয় সংকটে সরকারের কোনো দায়বদ্ধতা নেই দাবি করে তিনি বলেন, সেজন্য প্রধানমন্ত্রী এখন বিদেশে অবস্থান করছেন। স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চলে যান। আওয়ামী সরকারের রাজনীতি জনকল্যাণমুখী নয়ই বরং জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলাই এদের রাজনীতির লক্ষ্য। তাই প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী মন্ত্রী-নেতাদের বাগাড়ম্বর বক্তব্য দেওয়া ছাড়া সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করে না। বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না দাবি করে রিজভী বলেন, ঝড়- জলোচ্ছ্বাস-বন্যাসহ সংক্রামক ব্যাধিজনিত মহামারি মোকাবিলা করতেও জনগণের পাশে থাকে বিএনপি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় সরকার অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। গত বুধবার গোটা দেশবাসী অধীর ও ব্যাকুল হয়ে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিল, সবাই আশা করেছিল জুলুম ও অন্যায়ের প্রতিকারের শেষ আশ্রয়স্থল উচ্চতর আদালত সরকারের সাজানো মিথ্যা মামলায় কারারুদ্ধ দেশনেত্রীকে জামিন দেবেন। কিন্তু গোটা দেশবাসীকে হতাশ করে ৭৪ বছর বয়সী চরম অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই রায় নিয়ে দেশের জনগণের সঙ্গে আমরাও হতাশ এবং উদ্বিগ্ন। র‌্যালিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, সাইফুর রহমান মিহির, দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক, বনানী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ইমান হোসেন নুর, তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর