December 24, 2024, 2:06 am

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

মা হওয়ার গুঞ্জনে যা বললেন আনুশকা

মা হওয়ার গুঞ্জনে যা বললেন আনুশকা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আনুশকা শর্মা জনপ্রিয় বলিউড অভিনেত্রী । ২০১৭ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন। এরপর থেকেই বিভিন্ন সময় এ অভিনেতীর মা হওয়ার গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়েছে।

সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে এ নিয়ে কথা বলেছেন আনুশকা শর্মা। এ অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রীর বিয়ে হলেই পরবর্তী সময়ে যে প্রসঙ্গ আসে তা হলোÑ সে অন্তঃসত্ত্বা কি না? ডেটিং করার সময় প্রশ্ন আসে, বিয়ে করবে কি না? এটা খুবই দুঃখজনক। সবাইকে নিজের মতো করে চলতে দেয়া উচিৎ। সময়ের আগেই সেটি নিয়ে আলোচনার প্রয়োজন কি? তারপর একজনকে এমন পরিস্থিতে ফেলে দেয়া হয় যেখানে তাদের শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হতে হয়। এ ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলতে আমার সবচেয়ে বিরক্ত লাগে। আমার কি কথা বলার প্রয়োজন আছে? না, কিন্তু তারপর এমন পরিস্থিতি তৈরি হয়।’

তিনি আরো বলেন, ‘যে কোনো অভিনেত্রী, যার বিয়ে হয়েছেÑ সবার বিষয়ে তারা এরকম কিছু কথা বলে। কেউ একজন ঢিলা পোশাক পরেছেন। কারণ এটি ট্রেন্ডি। কিন্তু তারা বলবে, অন্তঃসত্ত্বা। অনেকটা আপনার মাথার উপর বানর বসে থাকার মতো। এটির কিছু করতে পারবেন না। শুধু এড়িয়ে যেতে হবে।’

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জিরো। সিনেমাটির পর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি এ অভিনেত্রী। এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘জিরো সিনেমার পর দুই মাস ছুটি কাটাতে চেয়েছিলাম। বিয়ের পর থেকে শুধু ছুটাছুটি করছি। সুই ধাগা সিনেমার সেটে গিয়েছি, পরবর্তীতে জিরো সিনেমা করেছি। পর পর কাজ করেই চলেছি। যখনই সময় পেয়েছি বিরাটের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু মনে হয়েছে অনেক কাজ করেছি।

দুই মাস ছুটি খুব প্রয়োজন ছিল। আমার টিমকেও জানিয়ে দিয়েছি, এই সময়টাতে চিত্রনাট্যও পড়ব না। সৃজনশীল ব্যক্তিদের ছুটি কাটানোটা খুব প্রয়োজন। কিন্তু কোনো না কোনো কারণে নেয়া হয়ে ওঠে না। অবশ্যই একটা চাপ কাজ করে। সবসময় জানতে চাওয়া হয়Ñ কোনো সিনেমায় অভিনয় করছি কি না?’

 

Share Button

     এ জাতীয় আরো খবর