January 12, 2025, 2:05 pm

মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় পূর্ব খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোরেলগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।উপজেলা পর্যায়ের ফাইনালের এ খেলায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পৌর মেয়র মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও খেলা কমিটির সদস্য সচিব আশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন। খেলা দু’টি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর