January 13, 2025, 3:05 pm

সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলে নৈকাঠি প্রাথমিক বিদ্যালয় ও ভাওতিতা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল অংশ নেয়। খেলা গোল শূন্য অবস্থায় শেষ হলে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে নৈকাঠি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে ভাওতিতা প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবলে তারপাশা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও বিকনা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল অংশ নেয়। এ খেলাটিও গোল শূন্য শেষ হয়। পরে ট্রাইব্রেকারে তারপাশা প্রাথমিক বিদ্যালয় দল ৪-২ গোলে বিকনা প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ট্রফি বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু প্রধান অতথির বক্তব্যে বলেন, শরীর সুস্থ না থাকলে সুন্দরভাবে বেঁচে থাকা যায় না। ভাল থাকতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মাদকের দিকে ঝুঁকবে না শিক্ষার্থীরা। এ জন্য বাবা-মাকেও সচেতন হতে হবে। ট্রফি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালেহা খাতুন।

প্রাইভেট ডিটেকটিভ/২জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর