January 13, 2025, 3:35 pm

সংবাদ শিরোনাম

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ইং উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ  প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ইং উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
 আজ বিকাল ৪ ঘটিকার সময় উথলী স্পোর্টিং ক্লাব  মাঠ প্রাঙ্গনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2019 ইং এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।শিবালয় উপজেলা নির্বাহি অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্ট শুরু হয়।উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য,ঘিওর,দৌলতপুর ও শিবালয় এর উন্নয়নের রূপকার,আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি,উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু,বক্তব্য রাখেন শিবালয় উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ কে এম মিরাজ হোসেন (লালন ফকির ),মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার এম এ, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আব্দুল কুদ্দুস সহ অনেকেই এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাধন চন্দ্র দাস,উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেছিল নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত খেলাটি রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।এ খেলা শেষে চ্যাম্পিয়ন  এবং রানার্সআপ উভয় দলের হাতে টফি তুলে দেন শিবালয় উপজেলা নির্বাহি অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ,এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহ এবং খেলাধুলার প্রতি সকলকে মনোযোগী হতে আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুন ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর