গ্রামীণফোনের নেটওয়ার্ক স¤প্রসারণ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে জেলে এবং যাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে গভীর সমুদ্রে নেটওয়ার্ক স¤প্রসারণের কাজ সম্পন্ন করেছে গ্রামীণফোন।
অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভীরসমুদ্রে এ নেটওয়ার্ক কাভারেজ শুধু যে কোনো জরুরি অবস্থায় যোগাযোগ সহজ করবে। ফলে সাগরে থাকা ব্যক্তিদের আত্মীয়-পরিজনের সঙ্গে যোগাযোগেও সহায়ক হবে।
কক্সবাজার, কুয়াকাটা, ভোলার চর কুকরিমুকরি ও পটুয়াখালীর চর মন্তাজ কেন্দ্র করে স্থাপিত গ্রামীণফোনের এ নেটওয়ার্ক বিস্তৃতির সুবিধা পাওয়া যাবে গভীর সমুদ্রে ৩৮ কিলোমিটার পরিধি অবধি।
ইতোমধ্যে সমুদ্রের ২০ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে ৫০০-রও বেশি নেীযান গ্রামীণফোনের মোবাইল সেবা গ্রহণ করেছে বলে অপারেটরটি জানায়।
গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘জাতীয় রাজস্ব আয়ে উপক‚লীয় অঞ্চল ও বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমাদের খাদ্যের চাহিদা পূরণেও জলজীবী মানুষদের উল্লেখযোগ্য ভ‚মিকা রয়েছে। তাই, তাদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস গ্রামীণফোনের নেটওয়ার্কের স¤প্রসারণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।”
বর্তমান ব্যবস্থায় গভীর সমুদ্র থেকে উপক‚লে যোগাযোগ রক্ষায় নাবিক ও জেলেরা ‘হাই-ফ্রিকোয়েন্সি রেডিও’ ব্যবহার করে থাকেন।