September 21, 2024, 6:52 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বেতন বাড়ছে না

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বেতন বাড়ছে না বলে জানিয়ে দিয়েছে তার কার্যালয়। তার বেতন বাড়ছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটাকে ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেয়া হয়েছে।-খবর হিন্দুস্তান টাইমসেরএর আগে ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানের বেতন বাড়িয়ে আট লাখ পাকিস্তানি রুপি করা হচ্ছে। বৃহস্পতিবার তার কার্যালয় থেকে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে।একটি সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী যখন সরকারি খরচ কমাতে প্রচার চালাচ্ছেন এবং নিজ উদ্যোগেই তিনি সেটা করছেন, তখন এ ধরনের ভিত্তিহীন ও বানানো খবর প্রচার দুর্ভাগ্যজনক।ইমরান খানের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সরকারপ্রধান হিসেবে যে খরচ তিনি করেন, তা জনগণের কষ্টার্জিত অর্থ থেকে আসে। কাজেই সেই খরচ সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।গতকাল ৩০ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দেশটির ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মুরাদ সাইদ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেও বানিগালায় নিজের ব্যক্তিগত বাড়িতে থাকেন ইমরান খান। তার বাসভবনের সামনের রাস্তার নির্মাণ নিজের পকেটের পয়সা দিয়ে করেন।এর আগে ইমরান খান বলেন, সরকারি বেতনে তার পরিবারের খরচ মেটে না। প্রধানমন্ত্রীর বাসভবনের খরচ আমাদের চল্লিশ ভাগ কমাতে হবে। আমি নিজের বাসায় থাকি, নিজের খরচ নিজেই বহন করি। আমার পরিবারের ভরণপোষণ আমার সরকারি বেতন দিয়ে হয় না।বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে নিজের অংশগ্রহণকে ‘সবচেয়ে সস্তায় সরকারি সফর’ আখ্যায়িত করে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, তার সফরে স্পনসর করেছেন তার বন্ধু এবং ব্যবসায়ী ইকরাম শেঘাল ও ইমরান চৌধুরী।এর আগে একই সফরে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খরচ হয়েছিল ১৪ লাখ ডলার। যেখানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খরচ ছিল ১৩ লাখ ডলার। আর শহীদ কাখান আব্বাসির খরচ ছিল আট লাখ ডলার।ইমরান খান বলেন, এর আগে মন্ত্রীদের ভোজ উৎসবে যেতে তিনি বাধা দিয়েছেন। যখনই তারা কোথাও যাওয়ার ইচ্ছার কথা বলেন, তখন সেই সফর দেশের জন্য ফলপ্রসূ কিছু বলে প্রমাণ না করার আগ পর্যন্ত তাতে আমি সায় দিই না।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর