July 27, 2024, 9:12 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

মোকছেদুর মমিন মোয়াজ্জেম, হিলি থেকে

ভারতে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় অস্থির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের মোকাম গুলো। এখানকার পাইকারী বাজারে বেড়েছে প্রতি কেজিতে ৮-১০ টাকা। আর এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকায়। এক সপ্তাহ আগে পাইকারী বাজারে ৩০-৩২ টাকায় বিক্রি হলেও নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির অস্বাভাবিক দাম বাড়ার কারণে হাফিয়ে উঠছেন ভোক্তারা।

গত ৩-৮ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে প্রায় ২ হাজার মেট্রিকটন পেঁয়াজ। যা বিগত দিনের তুলনায় অনেক কম। বর্তমানে বন্দরের মোকামে মানভেদে পেঁয়াজ পাইকারি বিক্রি করা হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সাম্প্রতিক কালে বন্যায় ভারতে ক্ষতিগ্রস্ত হয় পেঁয়াজের উৎপাদন। এরফলে সরবরাহ কমে যাওয়ায় সংকট সৃষ্টি হয়। একারণে কয়েক দফায় বেড়ে যায় পেঁয়াজের দাম। যার প্রভাব পড়ে বাংলাদেশে। গত এক সপ্তাহ আগে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের মোকামগুলোতে এই পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে ৪৫-৪৮ টাকায় কিনতে হচ্ছে সাধারন ভোক্তাদের।
বছরে ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা বাংলাদেশে। উৎপাদন হয়েছে মাত্র ১৮ লাখ টন। বাকী ৪ লাখ টন আসে ভারত থেকে। এখনই আমদানি করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, বাজার সামাল দেওয়া যাবে না বলে মনে করেন ব্যবসায়ি সহ ভোক্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর