July 27, 2024, 10:20 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ময়মনসিংহে জেএমবির সদস্য সন্দেহে আটক ১

ময়মনসিংহে জেএমবির সদস্য সন্দেহে আটক ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ (ডিবি) তারেক মোহাম্মদ (২২) নামে এক যুবককে আটক করেছে। ভালুকা শিল্পাঞ্চল নাসির গ্লাসের সামনের রাস্তা থেকে গত সোমবার সন্ধ্যায় তারেককে আটক করা হয়। ডিবির দাবি, আটক যুবক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ডিবি জানিয়েছে, আটক তারেক নিজেই স্বীকার করেছেন, তিনি জেএমবির সদস্য। ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানিয়েছেন, এ ঘটনায় ভালুকা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারেককে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। এসআই পরিমল চন্দ্র জানান, আটক যুবক ময়মনসিংহ সদর উপজেলার বোররচরের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। এসআই পরিমল জানান, ভালুকার জমিরদিয়া মাস্টারবাড়ি নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করা হচ্ছিল। এ সময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরিমল আরো জানান, গত ১৭ আগস্ট হরিববাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় আলম নামে এক জেএমবি সদস্য নিহত হন। আটক তারেক নিহত ওই আলমকে চেনেন বলে স্বীকার করেছেন।

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ (ডিবি) তারেক মোহাম্মদ (২২) নামে এক যুবককে আটক করেছে। ভালুকা শিল্পাঞ্চল নাসির গ্লাসের সামনের রাস্তা থেকে গত সোমবার সন্ধ্যায় তারেককে আটক করা হয়। ডিবির দাবি, আটক যুবক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ডিবি জানিয়েছে, আটক তারেক নিজেই স্বীকার করেছেন, তিনি জেএমবির সদস্য। ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানিয়েছেন, এ ঘটনায় ভালুকা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারেককে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। এসআই পরিমল চন্দ্র জানান, আটক যুবক ময়মনসিংহ সদর উপজেলার বোররচরের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। এসআই পরিমল জানান, ভালুকার জমিরদিয়া মাস্টারবাড়ি নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করা হচ্ছিল। এ সময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরিমল আরো জানান, গত ১৭ আগস্ট হরিববাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় আলম নামে এক জেএমবি সদস্য নিহত হন। আটক তারেক নিহত ওই আলমকে চেনেন বলে স্বীকার করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর