July 27, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে শিবির সভাপতির ভাই সহ তিন জন গ্রেফতার

ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে শিবির সভাপতির ভাই সহ তিন জন গ্রেফতার
সিলেট প্রতিনিধি


সুনামগঞ্জে ভারতীয় মদের চালান নিয়ে যাবার পথে থানা পুলিশ মঙ্গলবার রাতে শিবির সভাপতির ভাই সহ তিন   মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।’ গ্রেফতারকৃতরা হল, জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের হুসিয়ার আলীর ছেলে সাইদুর রহমান তোফায়েল ও নুরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া। গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল ছাতক উপজেলার উওর শাখা শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলামের সহোদর ছোট ভাই।’
জানা গেছে, উপজেলার জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল মঙ্গলবার রাতে জাউয়া বাজারের পাইগাও পয়েন্টে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম, বাবুল মিয়া ও সাইদুর রহমান তোফায়েলকে সিএনজি চালিত অটোরিক্সা করে মাদকের চালান নিয়ে যাবার পথে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৬১ বোতল মদসহ আটক করে।’
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার আদালতের হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর