July 27, 2024, 9:59 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পার্বতীপুর বড়পুকুরিয়ায় কয়লা খনিতে সর্বোচ্চ কয়লা উত্তোলনে নতুন রেকর্ড স্থাপন

আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধ;

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড স্থাস্পিত হয়েছে । স্হাপিত রেকর্ড অনুযায়ী একদিনে কয়লা উত্তোলন করা হয়েছে সর্বোচ্চ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । যা বিগত ৮/৯ বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড অনুযায়ী একদিনে কয়লা উত্তোলন করা হয়েছে সর্বোচ্চ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । যা বিগত ৮/৯ বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে । পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সূত্রে জানা গেছে , বড়পুকুরিয়া কয়লা খনিতে একদিনে উত্তোলনকৃত কয়লার পরিমাণ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । গত ১৮ নভেম্বর তারিখে এই কয়লা উত্তোলন করা হয় । এটা বিগত ৮/৯ বছরের মধ্যে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলন । খনির সেফিটি সিস্টেম( Safety System) এর সঙ্গে কোনরুপ Compromise না করে , করোনা ব্যবস্থাপনা নিশ্চিতসহ নানা প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে কয়লা উত্তোলনে বড়পুকুরিয়া কয়লা খনির এ অর্জন। মন্ত্রনালয় , বিভাগ , পেট্রোবাংলা এর পরামর্শ এবং দিক – নির্দেশনা ও বিসিএমসিএল – এর সর্বস্তরের কর্মকর্তা , কর্মচারী এবং শ্রমিকগণের একনিষ্ঠ প্রচেষ্টার ফলে একদিনে এ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে ।
বড়পুকুরিয়া কয়লা খনির দায়িত্বশীল কর্মকর্তা জাফর সাদিক বলেছেন , সকলের সর্বোচ্চ সহযোগীতায় সকল প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের জ্বালানি খাতকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে সামনে এগিয়ে চলাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য । কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা এ অর্জনে প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে আমাদেরকে  সহযোগীতা প্রদান করেছেন বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর