July 27, 2024, 9:58 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নড়াইলে সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নড়াইলে সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা ইউসুফ সরদারের ছেলে যুবলীগ কর্মী এনামুল সরদারকে (৩২) মারপিটের অভিযোগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত এনামুল সরদারের চাচা মুক্তিযোদ্ধা আসাদ সরদার। লিখিতে বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৩০ অক্টোবর লোহাগড়ার কুমড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউসুফ সরদারের ছেলে এনামুল সরদারকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান ও তার লোকজন লক্ষ্মীপাশা চৌরাস্তায় কিল, ঘুষি, লাথি মেরে মারাত্মক আহত করেন। ওইদিন সার দেওয়াকে কেন্দ্র করে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শেখ মাসুদুজ্জামান মারপিট ঠেকানোর চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে শেখ হাফিজুর রহমান এমপি ও তার স্ত্রী সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা নিয়োগ ব্যাণিজ্য, টিআর, কাবিখা, সোলার প্রকল্পে দুর্নীতি নিয়েও অভিযোগ করা হয়। ১৯৭১ সালে নকশালের ভুমিকায় থেকে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের ৫ জন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ করা হয়েছে সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সাংবাদিকদের কাছে অস্বীকার করে বলেন,এগুলো আগামি সংসদ নির্বাচনের ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম গোলাম কবির, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, মুক্তিযোদ্ধা ইউসুফ সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আবদুল হাই, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান, যুবলীগ নেতা মাসুদ পারভেজ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর