June 12, 2025, 6:09 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

নড়াইলে সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নড়াইলে সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা ইউসুফ সরদারের ছেলে যুবলীগ কর্মী এনামুল সরদারকে (৩২) মারপিটের অভিযোগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত এনামুল সরদারের চাচা মুক্তিযোদ্ধা আসাদ সরদার। লিখিতে বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৩০ অক্টোবর লোহাগড়ার কুমড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউসুফ সরদারের ছেলে এনামুল সরদারকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান ও তার লোকজন লক্ষ্মীপাশা চৌরাস্তায় কিল, ঘুষি, লাথি মেরে মারাত্মক আহত করেন। ওইদিন সার দেওয়াকে কেন্দ্র করে এ মারপিটের ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শেখ মাসুদুজ্জামান মারপিট ঠেকানোর চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে শেখ হাফিজুর রহমান এমপি ও তার স্ত্রী সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা নিয়োগ ব্যাণিজ্য, টিআর, কাবিখা, সোলার প্রকল্পে দুর্নীতি নিয়েও অভিযোগ করা হয়। ১৯৭১ সালে নকশালের ভুমিকায় থেকে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের ৫ জন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ করা হয়েছে সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সাংবাদিকদের কাছে অস্বীকার করে বলেন,এগুলো আগামি সংসদ নির্বাচনের ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম গোলাম কবির, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, মুক্তিযোদ্ধা ইউসুফ সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আবদুল হাই, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান, যুবলীগ নেতা মাসুদ পারভেজ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর