July 27, 2024, 9:07 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ঢাবি ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ঢাবি ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মেস থেকে বেশি করে খাবার নিতে বাধা দেওয়ায় এক ছাত্রকে ছোরা মেরেছে ওই হলের সাবেক একজন ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে হলের মেসের ভেতরে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান। আহত ছাত্র ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ মাসে হলের মেসের ম্যানেজারের দায়িত্বে আছেন তিনি। ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের ডান পাশে ছাড়াও ডান হাতের তিন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে তাকে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র আবু জোবায়ের তালহা তাকে ছুরিকাঘাত করেন বলে প্রক্টর জানিয়েছেন। লেখাপড়া শেষে হওয়ার পরেও তালহা হলের ১৬৬ নম্বর কক্ষে থাকতেন। হল শাখা ছাত্রলীগের বিগত কমিটির আগের কমিটিতে সদস্য হিসেবে ছিলেন তিনি। ঘটনার পরে তিনি হল থেকে পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শী হলের মেস কমিটির সদস্য বাংলা বিভাগের ছাত্র বদিউজ্জামান সুফি বলেন, তালহার এক ছোট ভাই (বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী) দুপুরে হলের মেস থেকে তার খাবার নিতে আসেন। কিন্তু বেশি করে খাবার নিতে চাইলে তাকে বাধা দেয় মেস ম্যানেজার ওমর ফারুক। তালহা একথা শুনে ফারুকের ৭৯ নম্বর কক্ষে গিয়ে তাকে না পেয়ে তার রুমমেটদের হুমকি দিয়ে আসে। পরে রাত ১০টার দিকে মেসে ফারুককে পেয়ে চাকু মারে তালহা। প্রক্টর আমজাদ আলী বলেন, এ ঘটনায় আবু জোবায়ের তালহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোর্য়াদার বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় জড়িত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর